ওয়ানপ্লাস ১০ প্রো প্রায় 116 কোটি টাকার মুনাফা
বিক্রি শুরুর এক সেকেন্ডের মধ্যে তারা ১০০ মিলিয়ন ইউয়ান মুনাফা অর্জন করেছে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটি সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, ওয়ানপ্লাস ১০ প্রো দ্বিতীয় প্রজন্মের এলটিপিও অ্যামোলেড কোয়াড এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লের সঙ্গে এসেছে, যার দৈর্ঘ্য ৬.৭ ইঞ্চি। এটি ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে কোয়ালকম’র নতুন প্রজন্মের প্রিমিয়াম-গ্রেড স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। ডিসপ্লে সেকশনে দেখা মিলবে টপ-টিয়ার স্পেসিফিকেশনের। ৬.৭ইঞ্চির অ্যামোলেড প্যানেল রয়েছে ওয়ানপ্লাস ১০ প্রো তে, যার রেজ্যুলেশন কোয়াড এইচডি প্লাস বা ১৪৪০পি। এছাড়াও ১২০হার্জ রিফ্রেশ রেট রয়েছে ওয়ানপ্লাস ১০ প্রো এর ডিসপ্লেতে। এছাড়া ওয়ানপ্লাস ১০ প্রো’এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে, যা ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করবে। IP68 সার্টিফায়েড এই ফোনের ফিচারগুলির মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার সিস্টেম উল্লেখযোগ্য। উল্লেখ্য, ওয়ানপ্লাস ১০ শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কারণ ডিভাইসটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’র ছাড়পত্র লাভ করেছে বলে জানা গিয়েছে। ১০ প্রো ফোনটিতে রয়েছে কোয়ালকম এর লেটেস্ট ও গ্রেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রসগন ৮ জেন ১। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ২০২২সালের ফ্ল্যাগশিপ প্রসেসর এটি। এখনো স্যামসাং বা শাওমি এই চিপসেট ব্যবহার করে কোনো ফোন বাজারে আনেনি, তবে বছরজুড়ে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপসেটের ব্যবহার দেখা যাবে। অর্থাৎ ২০২২সাল জুড়ে পারফরম্যান্স বিচারে ওয়ানপ্লাস ১০ প্রো তে ব্যবহৃত চিপসেট অ্যান্ড্রয়েড দুনিয়ায় সেরাদের কাতারে থাকবে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মিলবে। ফোনের মেমরি স্পেস বেশি রাখতে চাইলে তাদের জন্য রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের চীনা দাম ৪,৬৯৯ইয়েন বা প্রায় ৭৩৭ডলার। ৪,৯৯৯ইয়েন বা ৭৮৫ডলার দাম পড়বে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটিতে রয়েছে ১২০ গিগাহার্জ রিফ্রেশ রেটসহ একটি ৬.৭ ইঞ্চি কোয়াডএইচডি প্লাস এমোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১৪৪০×৩৬১২ পিক্সেল। ফোনটি অ্যান্ড্রয়েড ১২-এর উপর ভিত্তি করে কালার ওএস ১২.১-এ কাজ করে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন। ওয়ানপ্লাস তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১০ প্রো উন্মোচন করেছে। বিশেষ ফিচারের কথা বললে ফোনটিতে পাওয়ারফুল প্রসেসরের সঙ্গে ৮০ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়াও এলটিপ্রোও ২.০ ডিসপ্লে ডিসপ্লে এবং ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ রয়েছে। ফোনের পেছনের রয়েছে ৪৮ মেগাপিক্সেল সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি ক্যামেরাসহ একটি ৮-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনটি মাত্র ৩২ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ফাইভজি সুবিধাও রয়েছে। ডিসপ্লেঃ প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ র্যামঃ ৮জিবি / ১২জিবি স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি (ইউএএফএস ৩.১) কোয়াড এইচডি+ (১৪৪০পি) ৬.৭ইঞ্চি অ্যামোলেড ১২০হার্জ রিফ্রেশ রেট ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প চার্জিংঃ ৮০ওয়াট ওয়্যারড চার্জিং ৮০ওয়াট ওয়্যারলেস চার্জিং মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ৫০মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ৮মেগাপিক্সেল টেলিফটো ইতিমধ্যে চীনে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটি বাজারে চলে এলেও এখনো ওয়ানপ্লাস ১০ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। হয়ত ওয়ানপ্লাস ১০ ও ওয়ানপ্লাস ১০ প্রো ফোন দুইটি একইসাথে গ্লোবালি লঞ্চ করার প্ল্যান রয়েছে ওয়ানপ্লাস এর। এছাড়া ওয়ানপ্লাস ১০ প্রো’এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে, যা ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করবে। গতবছর হ্যাসেলব্লেড এর সাথে কোলাবোরেশান এর মাধ্যমে ওয়ানপ্লাস ৯ সিরিজের ক্যামেরা ডিপার্টমেন্টে অসাধারণ উন্নতি দেখায় ওয়ানপ্লাস। আবার ঐ সিরিজে ব্যবহৃত মনোক্রোম সেন্সর বেশ কিছু কন্ট্রোভার্সিও সৃষ্টি করেছে। এই বছর ক্যামেরা সেকশনে সাধারণ কিন্তু কার্যকরী পরিবর্তন এনেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস সম্পর্কে বর্তমানে সবচেয়ে আলোচিত-সমালোচিত বিষয় হলো এর সফটওয়্যার। ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস সবার প্রিয় হলেও অপো এর কালার ওএস এর সাথে মার্জ করার পর বেশ পরিবর্তন এসেছে অক্সিজেন ওএস এ। অক্সিজেন ওএস অনেকটা কালার ওএস এর ন্যায় পরিণত হতে দেখা গিয়েছে। বিশ্বব্যাপী ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস এর দেখা মিলবে। তবে চীনে কালার ওএস ১০ দ্বারা চলবে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটি। অপো এর কালার ওএস ও ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস এর মার্জ বা এক হয়ে যাওয়ার ফলে অধিক দ্রুত আপডেট পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেছে ওয়ানপ্লাস।
Dexter Season 9 Web-Dl:- Dexter Season 9 WEB-DL 720p HEVC | [Epi 1-10 Complete] XHD 420
Thursday, 13 January 2022
One Plus 10 Pro |ওয়ানপ্লাস ১০ প্রো প্রায় 116 কোটি টাকার মুনাফা | Kapasia News
ওয়ানপ্লাস
Tags:
Kapasia News,
One Plus 10 Pro,
Technology,
ওয়ানপ্লাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment