Monday, 3 January 2022

নোয়াখালীতে দুই প্রার্থীর সমর্থকদের ক্যাম্পে আগুন-ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ

নোয়াখালীতে দুই প্রার্থীর সমর্থকদের ক্যাম্পে আগুন-ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
Download
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম মিলনের নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে । আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম বলেন, নৌকার নির্বাচনী প্রচারের জন্য জিরতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারোইচাতল ও ৩ নম্বর ওয়ার্ডের মহেষপুর গ্রামে দুটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে । এলাকায় উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তারিক রিফাতের বিরুদ্ধে দলীয় প্রার্থীর কাঠনির্মিত নৌকা প্রতীক পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এতে উভয় পক্ষে ছয়-সাত জন আহত হন । আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম বলেন, নৌকার নির্বাচনী প্রচারের জন্য জিরতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারোইচাতল ও ৩ নম্বর ওয়ার্ডের মহেষপুর গ্রামে দুটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে । নোয়াখালীতে দুই প্রার্থীর সমর্থকদের ক্যাম্পে আগুন-ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় । গতকাল রাত ১২টার দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলমের লোকজন ওই দুটি কার্যালয়ে ককটেল হামলা করেন । পরে তাঁরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন । গতকাল দুপুরে বড়ভবানীপুরে এ ঘটনা ঘটে । জানা যায়, দুপুরে জাকির সরদার ও তার সমর্থকরা গণসংযোগ শেষে বড়ভবানীপুরে তার শ্বশুর নুর আমিনের বাড়ি খাবার খাচ্ছিলেন । এ সময় নৌকার সমর্থকরা সেখানে হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায় । পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আক্কাছ ফকিরে বাড়িতে হামলা হয় । এ সময় একটি টিনের ঘরের বেড়া কুপিয়ে তছনছসহ ছয়-সাত জনকে মারধর করা হয় । এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় । গতকাল রাত ১২টার দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলমের লোকজন ওই দুটি কার্যালয়ে ককটেল হামলা করেন । পরে তাঁরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন । অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঘোড়া প্রতীকের প্রার্থী সামছুল আলম লাবলু বলেন, ইসির নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রচারণা কার্যালয় দিয়েছে । গতকাল রোববার রাত ১২টার দিকে জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুটি ক্যাম্পে এ ঘটনা ঘটে । এতে দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন । পঞ্চম ধাপে আগামী ৫জানুয ়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । নির্বাচনকে সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা । নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বীতা করছেন ৭জন প্রার্থী । ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১হাজার ৭৫৬জন । নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে ২০-৩০ আকস্মিক করমুল্ল্যাহ বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায় । এ সময় কার্যালয়ে বসা দুই সমর্থককে পিটিয়ে আহত করে এবং কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে । নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা – ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি । তবে ঘটনার বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী পরস্পরকে দোষারোপ করেছেন । এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার নেতৃত্বে নৌকা প্রতীকের কোনো নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়নি । বরং রোববার রাতে নৌকা প্রতীকের সমর্থকেরাই তার বাড়িতে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ও তার বসত ঘরের কাঁচের জানালা ভাঙচুর করেছে । স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ডেউয়াতলী এলাকায় মোটরসাইকেলগুলো বিদ্যালয়ের সামনে রেখে আমার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগ করতে গ্রামের বিভিন্ন ঘরে ভোটারদের কাছে যাই । নৌকার প্রার্থী খায়রুল এনাম ইয়াকুবের কর্মী সমর্থকরা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তেরটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেয় ।

No comments:

Post a Comment